পোস্টগুলি

মার্চ, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
জঙ্গিবাদের গোড়া কোথায় ----(শতভাগ প্রমানসহ তাই শেয়ার করুন সবাই)  - - জেএমবি >> আনসারুল্লাহ বাংলা টিম >>আহলে হাদীস সালাফি >> জাকির নায়িক ------ হিযবুত তওহীদ + জামাআত শিবির ------ ------ আমরা কম বেশি সবাই জানি ৬৩টি জেলায় বোমা ফোটানোর পিছনে জেএমবি এবং তাদের দাওয়াতি সংগঠন আহলে হাদীস জড়িত ছিল । বাংলা ভাই ,শায়েখ আব্দুর রহমান এবং আসাদুল্লাহ আল গালিব যিনি আহলে হাদীসের বর্তমান আমীর , একইসাথে জসীমুদ্দিন রহমানী এরা সবাই আজীবন আহলে হাদীসের অবিচ্ছদ্য অংশ । এদের মতাদর্শ নিয়ে ২০০৬ এ ১৭ আগষ্ট একটি গবেষনামূলক প্রতিবেদন বের হয়েছিল যেখানে প্রমান করা হয়েছে এই চারজন জঙ্গির আদর্শ বিশ্বাস এক ও অভিন্ন । বলে রাখা ভাল যে জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিম এই দুটি মূলত মাঠ পর্যায়ে কাজ অর্থ্যাৎ একেকটি অপারেশন সম্পাদনা করার কাজ করে যার ছকটি আসে আহলে হাদীস থেকে । মূলত আহলে হাদীস মতাদর্শটিকে টিকিয়ে রাখার জন্যে অর্থ্যাৎ সরকার এবং গোয়েন্দাদের চোখ থেকে নিজেদের আড়াল রাখার জন্যে আহলে হাদীস সংগঠন নিজে মাঠ পর্যায়ে কোন অপারেশন অর্থ্যাৎ জঙ্গিবাদি কার্যক্রম করেনা । ফলে অপারেশন করার জন্য...